১০ লক্ষ টাকার প্রয়োজন শেরপুরের কনি মিয়ার চিকিৎসার জন্য। - Blue Fairy Laila
SUBTOTAL :

Follow Us

News গ্যালারী গ্রাফিক
১০ লক্ষ টাকার প্রয়োজন শেরপুরের কনি মিয়ার চিকিৎসার জন্য।

১০ লক্ষ টাকার প্রয়োজন শেরপুরের কনি মিয়ার চিকিৎসার জন্য।

News গ্যালারী গ্রাফিক
Short Description:
শেরপুরের কনি মিয়ার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রযোজন। কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে তহবিল সংগ্রহ চলছে। সহায়তায় এগিয়ে আসুন।

Product Description

📅 Published Date: 17 Nov 2025

১০ লক্ষ টাকার প্রয়োজন শেরপুরের কনি মিয়ার চিকিৎসার জন্য। কন্টেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহবান। 

আগামী ৭ দিনের মধ্যে টাকা সংগ্রহ করার প্রতিশ্রুতি দিয়েছি। আমি ব্যক্তিগত ফান্ড থেকে ১ লক্ষ টাকা দিবো ইনশাআল্লাহ... 

বিশেষভাবে অনুরোধ করছি শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরসহ অন্য জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের।

প্লিজ শেরপুর আসেন, কনি মিয়ার পাশে দাড়ান।

 

© Copyright – Blue Fairy Laila (bluefairylaila.shop)
এই পোস্টের সকল লেখা, ছবি, ডিজাইন ও তথ্যসমূহ BlueFairyLaila.shop–এর কপিরাইট আইনের আওতাভুক্ত। লেখকের স্পষ্ট অনুমতি ছাড়া এই কনটেন্ট আংশিক বা পূর্ণরূপে কপি, পুনঃপ্রকাশ, পরিবর্তন, বিভ্রান্তিকরভাবে ব্যবহার করা বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।

এ ধরনের অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহারকে মিথ্যাচার, কপিরাইট লঙ্ঘন এবং আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রয়োজন হলে ডিজিটাল কপিরাইট আইন (DMCA) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

✔ এই কনটেন্ট শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশিত।
✔ অনুমতি ছাড়া পুনরায় ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✔ কনটেন্ট ব্যবহারের অনুমতি পেতে যোগাযোগ করুন: info@bluefairylaila.shop 

 

 হোমশপগ্যালারিনিউজ,

  

0 Reviews:

Post Your Review